শরীফ এমদাদ হোসেন
           এর
♦♦ ছক্কা♦♦


[[প্রতিটি  ছক্কায় থাকে ছয়টি অনুকবিতা যা ক্রমান্বয়িক ধারনা নির্দেশ করে]]


♦পরীক্ষা
=========
তুমি ও সে দু'জনেই জানো
গরম জলে মুখ লুকালে মুখ পোড়ে নিশ্চয়
এটা জানো না
মনের মধ্যে মন ডুবালে হৃদয় পুড়ে ক্ষয়।


♦প্রস্ততি
========
কতটা তৈরী আছো
কাছাকাছি কতটা পৌঁছেছো
বলোনি।
কতটা যন্ত্রনা হজম শক্তি
কতটা একে অপরের ভক্তি
কতটা জ্বলোনি
বলোনি।
দেখছি, এখনো তো আলপথে চলোনি।


♦পর্যেবক্ষন
==========
তারুন্য ছোঁয় না বার্ধক্য ছুঁয়ে যায়
এগিয়ে যাবার বদলে  
মনটা তোমার (কেন) পেছন ফিরে চায়!


♦প্রশমন
========
এক লহমার প্রস্তুতি
গাইলে নিজের স্তুতি
দেহের জ্বালা মনের জ্বালা
সবই করলে ফলবতী
এখন থামো সত্যি নামো
মাটির তল
জানো ?  ইহার ফল !


♦প্রশস্ততা
=========
নদীর ভিতরে নদী,  গ্রামের মধ্যে গ্রাম
নগরের ভিতরে নগর আর তোমার ভিতরে তুমি
নিয়তি তোমাকে দিচ্ছে মাত্র সাড়ে তিনহাত ভূমি।


♦প্রকৃতি
========
সাগর নদী জল
আকাশ আর ভূতল
এক নিয়ম এক তাল
মহা অনন্তকাল।
*****************************
টুঙ্গিপাড়া,