বর্ষার রাত গলে কলমের খোঁচায় একসময় তৈরী হলো একটি কবিতা, সে কবিতাটি তোমাকে দিয়েছিলাম বলে তুমি কৃষ্ণচূড়া মুখ হয়ে গেলে
আমি বুঝলাম তুমিই কবিতা, তুমিই দেবদারু প্রেম
চারু বনে উথলে ওঠা নিভৃত কামনা।


তারপর একে একে বিসর্জন দিলাম পূর্ণিমা রাত
কুয়াশার ফুল বারোমাসি আলোর বিছানা
কবিতারা খাবি খেলো বেগানা সময়,
অঙ্কুরিত কষ্টের নীচে বিদ্ধ চাহনির মাঝে
তুমি হাত ধরে এগিয়ে দিয়ে গেলে শহরের পথ
আমি ঘুরছি সেই হতে কবিতায়।


তারপর কোন এক শ্রাবন শেষে বিষাদের ঘূর্ণিপাকে এলে, এলে শুভ্রস্নেহে, বয়স না হতেই বয়েসী হয়ে।
আচানক আমি ফুল হয়ে যাই আমি পাখি হয়ে যাই
পরিযায়ী আসরে ঘাঁটি অবেলার শোক
হায় সময় !! এই আছি এই নাই, যেন চোখের পলক।


আমার আকাশে আমি তৃষ্ণায় মাঝে মাঝে থামি
তাড়িত সন্ধ্যায় ধিকি ধিকি জ্বলি।


আবার যদি মেলে দিতে পারি আলো জ্বলা প্রেম সবটুকু
আবার যদি বর্ষার রাতে কবিতার খাতা ভরে হাতে
দিতে পারি ঠিকানা সঠিক
তুমি বলবে কিনা এসে, "চলো না ভুল পথে হাঁটি কিছুক্ষণ। "
***************************
টুঙ্গিপাড়া,