১♦
শ্রাবণ মেঘ
============
বহুদিন ধরে খুঁজছি এখনো খুঁজি
শ্রাবণ মেঘের ঝড় জল রোদ্দুর
নাই সেই প্রীতি মৌসুমী বায়ুর,
অকাতর হানা উত্তাল সমুদ্দুর।


২♦
রঙক্ষেত
=======
হৃদয়ের ভাঁজে দাহ খেলা করে
নয় নং সংকেত
এতোদিনে ছিলো ভালোবাসাবাসি
আজ আমি রঙক্ষেত!


৩♦
উপহাস
======
আশীর্বাদের অঙ্গুরি আজ আমার গলার ফাঁস
আর কতকাল বিরহের সুর করে যাবে উপহাস?
চাঁদের যেমন একপাশ আলো অন্য আঁধারে ঢাকা
তাহার জীবন উজ্জ্বল থাক আমার জীবন ফাঁকা।


৪♦
জিজ্ঞাসা
=======
আহা কী বিষণ্ণ রাত ! খুলে রেখে বুকের জমিন
একলা একা বাজাও তুমি কোন বেদনার বীণ
কোন আরতি কোন পূজোতে সাজাও পুষ্পরাশি
পুরো আকাশ কাঁদছে দেখো চাঁদেরও নাই হাসি।


৫♦
বিধবা
======
শোকের মিছিলে বহুকাল ধরে জ্বালিয়েছি ধুপ ধোয়া
মনের দেয়ালে অংকিত আছো এখনো যাওনি খোয়া।


৬♦
আশা
=====
মেঘ পাঠালাম নৌকা ভরে বৃষ্টি চোখের পর
চিরকালই কাটিয়ে দিলাম দুঃখেরই নির্ভর
আসলো না তো ফুলের পাখি মৌ পিয়াসি মনে
আর জনমেই  হবে দেখা প্রিয়জনের সনে।
*****************************
টুঙ্গিপাড়া,