ভিন্ন স্বাদের ছক্কা
============


সম্ভ্রান্ত
======


খোঁচা মারো প্রতিক্ষণ অপরের বুকে
কালো দাগ ফেলে দিতে চাও কারো হাসি মুখে
কারো উন্নতির উষ্ণতায়
তোমার বেঘোরের ঘুম ভেঙ্গে যায়
কারো প্রেমে, কারো সুখে  কোলাহলে
চতুর্মুখী যন্ত্রনার যাঁতাকলে
তুমি কাতরাও
অথচ তুমি যা চাও তাকে সম্ভ্রান্ত বলেনা।


পরিচয়
======


বাবা রেখে গেলো কিনা
সহায় সম্পদ নগদ যদি  কিছু হয়
খুঁজি আলমারী তল্পীতল্পা বাক্সপেট্রা সব ধানী জমি  আরো আরো সঞ্চয়।
কিছু বুনো যন্ত্রনা, অসুখের ছড়াছড়ি, ধরা দেনা
নিন্দাবদনাম উদ্বাস্তু স্ত্রী সন্তান ছয়
না ওগুলো পরিচয় দেবার নয়।


যুবতী
====
যুবতী,  অধরাই থাকো
বুকের গহীনে তুমি জীবন লুকিয়ে রাখো
তোমার ভুবনে ফাগুন মেটানো নিঃশ্বাস
যেন আগুন ফুলকি তুলি যবনের ত্রাস।


যদি তুমি কামপ্রেম ভালোবাসো অতি
নও তুমি নও সত্য যুবতী।


যুবক
====
১)
ধ্বংস, সৃষ্টি, বিনিয়োগ
লাভ, লোকসান হে যুবক সবই তোমার
তুলে নাও পৃথিবীর সবটুকু বেদনার ভার।
২)
মরুচারীও  তৃষ্ণার্ত হয়
তৃষ্ণার্ত হয় দেহের সময়
না হলে তাকে যুবক বলেনা


মা
==
অফুরন্ত


বাবা
====
আমূল বদলে দেয়া ভেতরের খাপ
যতটা দুঃখ যতটা অভিশাপ
যতটা স্মৃতি, বিস্মৃতি তারও অধিক
কঠিন বাস্তবতা লেনদেন পৌনঃপুনিক।
*******************
(ছয়টি অনু কবিতা নিয়ে ছক্কা নাম দিয়ে বেশ কিছু কাজ করেছি।  এটা তেমন একটা প্রয়াস)
----------
টুঙ্গিপাড়া,