চিরায়ত


সন্ধ্যায় কবরস্থান ঘুরে আসি
ক'দিন হয় মা চলে গেছে
আকাশে ঝুলে আছে নবমীর চাঁদ
তবুও অদ্ভুত অন্ধকার মেহগনি তলে
ফাতেহা দরুদপাঠে চোখ ভিজে আসে
আহা! কেমন করে আপন মানুষগুলো গহীন কবরে
শুয়ে থাকে নীরব নির্বিকার!
আর আমরা মানুষ, মানুষ হয়ে মানুষকে রেখে আসি মাটির গহীনে অথবা অন্তর্যামী আগুনে
যে মানুষ ফেরে না কোনদিন
এভাবেই আমরা মেনে নেই বাধ্যতামূলক, এই চলে যাওয়া, এই না থাকা চিরদিন


হয়তো কিছুদিন মা হারানো কষ্টটা কষ্ট দেবে খুব
তারপর ভুলে যাবো অথবা আমিও যাবো
যেটুকু সময় পাই ভালোবেসে যাই নিশ্চুপ
১৪-১২-২১


জন্মদিনে
============


[[১৫ই ডিসেম্বর আমার জন্মদিন]]


এলাম বলেই দেখা হলো খুব যে চেনা তোমার সাথে
এমন রাতে
এমন তরো আকাশচিরে খই ফোটানো জোছনা রথে।


এলাম বলে দোয়েল ফিরে শিস দিয়ে যায়
ক্ষণে  ক্ষণে
বেশ তো সময় কাটিয়ে দিলাম সুখের পরে দুঃখ সনে।


এলাম বলেই স্বাধীনতা এসেছিল এমন দেশে
একাত্তরে
এমন যদি ভাবতে পারি তাহলেও মনের ভেতর দুঃখ ঝরে।


এলাম যদি আকাশ ভরা আলোয় কেন আসেনি সুখ
এই অবধি
যারা এলো আমার পরে কীসে তারা হবে সুখী নিরবধি!


এলাম বলেই বারে বারে এমন ভাবি কেমন করে
জন্ম দেবো
সবার মনে ভালোবাসার বীজ রোপিতে উদার অসীম আকাশ হবো।
************************************:**********
টুঙ্গিপাড়া