না হলেও বৃষ্টি মেঘে মেঘে তেসরা রমজান
ছুটছে দুপুর গনগনে তাপে
মনবাগান হতে চৈত্র শুকিয়ে দিচ্ছে গন্ধরাজ
হা করা শূন্য নদী খোঁজে জল, মেঘ, বৃষ্টি, ঝড়
বায়ুতেও প্রেম নেই, অভাব চারদিক--
~
লোকে বলে, চৈত্রে থাকেনা শ্বাস বেতের আগায়
ধার দেনায় ডুবন্ত গদি, মহাজন, পাইকেরে
স্বস্তির নিশ্বাসে আসে বৃষ্টি, বাঙালীর হালখাতা
~~
বিদ্রোহ জমাতে গিয়ে বর্ধিষ্ণু চাহিদারা
হাঁটুগেড়ে বসায় অভাব
এ অভাব কিস্তিতে ভারী হতে হতে
বোঝা হতে হতে পৌঁছায় কবর শ্মশান
~~~
চিরকাল গরীবের দুঃখ চিরকাল রমজান
ঈদ আর আসে না দাওয়ায়