আহা!  মন চেয়েছির দেশে কেন এতো উতলা মন
বুঝতেই পারিনা
বসে থাকি ভুলের বারান্দায়
ঝগড়া বিবাদ সত্য আর মিথ্যার তাবুতে
ফিরে দেখা সেই চেনা নগরের অচেনা বন্দরে
হাতড়ে চলি আর জনমের স্মৃতি
স্মৃতি বলেছিল তলিয়ে যাবে অতল বিস্মৃতিতে
বিস্মৃতি বলছিল আসবে ফিরে স্মৃতির চৌকাঠ
পূর্ণিমার চাঁদ চেয়েছিল আঁধারের পরশ, আঁধার পূর্ণিমার
দিবসের শেষ চেয়েছিল রাত, রাত চেয়েছিল ভোর
চায়নি বিচ্ছেদ প্রেমিক প্রেমিকারা
শেষ হয়ে যাওয়া পথ আর পথের শুরু


আহা মন! কেন এই উতল ফাগুন
বারবার দোলা দেয় মনে
শীতের শুরু চেয়েছিল ফুটুক ফুল শাখে শাখে
ফুল চেয়েছিল ফল,
চৈতের শেষে নামুক বৃষ্টির জল!