কতো আর যেতে পারি আমি?


যেতে যেতে গিয়েছি অনেকদূর,  
                       পাথর ক্ষয়েও হয়েছে সুপথ
তবুও হয়নি প্রশান্তি মনের, থামেনি চলার শপথ।
পৃথিবী চলেছে কক্ষপথে
কখনো থামেনি কোনো গ্রহ আর নক্ষত্রের চলা
আমাকে থামতে বলো না তুমি
কেউ যদি আমাকে পাগল বলে বলুক
ওরাও যদি চলতে পারে চলুক
মানুষ যা পারেনি আজও,আমি যে পারবো বলছি না তা
নিয়তির ঘড়ি গুনে চলছি আমি
এর থেকে কত আর পারি?
জানি, মৃত্যুর আগে আর থেমে থাকছি না।
__________________________
★অগ্রন্থিত একটি কবিতা
★রচনাকাল ১৫-০৬-১৯৯৩ইং বয়রা, খুলনা