আগের মতোই কি আছো তাহলে?
বোকা বকুলের এখনো তো ঘ্রাণ আগের মতোই ফাগুনের মাতাল বাতাস হারায়নি শীতার্ত রাত
জ্যোৎস্নার অলিন্দে ধারালো মন আর
ওহ্! সেই দীর্ঘ চুমু আঁকা চঞ্চল ঠোঁট সচল এখনো ?


কী যে মোহময় ভাঁজ অবাক দেহের তোমার!
মধুময় চাহনি স্বপ্নের ভাগে
সুখের স্পন্দন শুনি নীরব হলেই।


হাহাকার কেন এতো বুকের জমিনে তোমার!
হলেও তো হতে পারো আরেকটু উদার
পশার সাজাও খুব,দেয়ালিকা খুলে দাও ওই ফুলবনে
ফুটুক জ্যোৎস্না ফুল আবরিত শাড়ির আঁচল
উড়ে যাক কৈশরের দুরন্ত ঘোড়া।


সুখকে তাই চোষণ দেই একান্ত করে।