আচ্ছা,
আমি মরে গেলে কেউ কি আমায় চুমু খাবে?
মা যেমন সন্তানকে চুমু খায়, কিংবা বাবা
প্রেমিককে প্রেমিকা অথবা....


আমার খুব হিংসে হয়
আমি কবিতার মানুষ, পড়ি -লিখি
ভাসাই ইথারে
সেই আমি আমার কবিতার সুনাম শুনিনি কোনদিন
মরে গেলে চুমু খাওয়া বহুদূর
অথচ সব বাধা উপেক্ষা করে
সুরাইয়া ছুঁয়েছিল ঠোঁট হাসানের গালে
হাসান মানে আমাদের কবি আবুল হাসান।


আমার তো কেউ নেই, মা বাবা ভাইবোন,
পাড়া-পড়শি, কিংবা আত্মীয় স্বজন
আমিও কারো প্রেমিক নই
কেউ আমাকে দেবে না চুমু,
পরাবে না শাদা সফেদ কাফন
আহা! সেই দিন, (মৃত্যুর দিন;) কেমন হবে?