কবিতার মন চুরি হয়ে গেছে কাল, কি আকাল!  আহা কী আকাল!
চুরি হয়ে গেছে সাথে নিয়ে আশা সমস্ত শৈশব আর
আনন্দের সকাল
চুরি হয়ে গেছে রক্তসূর্য নদী, উদাসী গগন তারা
সুখহারা রোদ্দুর
মায়ের বুকে হামাগুড়ি দেয়া সেই লোকটার অচেনা সমুদ্দুর।


চুরি হয়ে গেছে ফাগুন বাতাস, মাতাল চক্ষু হিম হয়ে আশা সুর,
চুরি হয়ে গেছে গেঁও পথে হাঁটা পিছল কাঁদার আনন্দ ভরপুর
চুরি হয়ে গেছে চেনা জানা সেই স্লোগান মুখর পল্টন ময়দান
ঝাঁজালো মিছিল রমরমে আগের সিনেমা গুলিস্তান
চুরি হয়ে গেছে বইপাড়া খ্যাত বাংলাবাজার বিউটি বোর্ডিং, কবিদের আসা যাওয়া
কোনখানে গেলে বলো সকলে সোনামুখি সেই লোকগুলি যাবে পাওয়া ?
নাই কোনখানে আল মাহামুদ, শামসুল হক, রাহমান সামসুর
হুমায়ুনের একহালি ছিল কেউ বেঁচে নাই, চলে গেছে বহুদূর
তার আগে গেছে আবুল হাসান, রুদ্র শহীদ এইতো পরম্পরা
কবিতা রাজ্যে এখন তো ভাই চরম দুঃখ খরা।
অল্প ক'জন মাথা উচু করে কবিতাকে নিয়ে আছে
এ অধমের নাইকো শক্তি হাঁটি তাহাদের পাছে।।
*****************************
টুঙ্গিপাড়া,