আঁধার তাড়াতে চেয়েও পারিনি
পারিনি তাড়াতে অভাব আর মানুষের অহমিকা
আমি তবু হইনি পিছপা, আজও চলি-
মানুষও ছুটে চলে লক্ষ্যে,আদর্শে, সাফল্যে
দুর্দান্ত চলার এই যে প্রচেষ্টা সকলের
জানি, ডুবে যাবে চাঁদ সূর্য কিম্বা চোখের তারা
মানুষ ছুটছে তবু, দুরন্ত-দুর্বার
যদি পায় একবিন্দু আলোর ফোয়ারা।


আমি আর আমাকে নিয়ে ভাবছি না
ভাবুক অন্ধকারে ডুবে তুমিও অহেতুক ভেবে
ডুবিও না নিমগ্ন উঠোন
রাত্রির শেষে যেমন আসে পাখির কলরব,
মুয়াজ্জিনের আহবান আগামীর ভোর
ভেবে নাও, তোমারও দক্ষিণ দুয়ার খোলা
উচ্ছল দুঃখের তরঙ্গ পাড়ি দিয়ে, কাটিয়ে নাও
জীবনের ঘণঘোর।