দিনশেষে প্রতিভার মৌনতাই বলে দেয়, ভেতরটায় পুষে রাখা বহু প্রশ্নের উত্তর
কত আর চুপ থাকা যায়? কত দিবস রজনী কাটানো যায় এমনি এক আঁধার আলোর খেলায়?
রাত্রির গহীন অন্ধকার ছুটে চলে কোথাকার কোন ইশারায় নিশ্চয়ই জানা আছে বলে
ছুটবার অদম্য ইচ্ছেটাকে মেরে ফেলবার নয়-


যে যুবক যুবতী ঘর ছেড়ে পাতে তার নিজস্ব ঘর
মায়া আর মমতায়, নিষ্ঠায়,দারিদ্র্যতায় করে জড়াজড়ি
আবার ভালোবেসে কাছে টানে পিতামাতা পরিবার
তাদেরই দিনশেষে মিটে যায় দাঁড়ানোর ক্ষিধে।