মাথার ওপরে আকাশ কখনো নামেনা পৃথিবী পর
সারাটা জনম মাথা উচু করেও কান্নায় ঝরো ঝর
বুকে নিয়ে আছে চাঁদ তারা গ্রহ আরো ছোঠ বড় সব
মহাকাশখানি মহাকাল ধরে চালিয়েছে উৎসব।


পৃথিবী তাকায় আকাশের দিক আকাশ মাটিরে কয়
জনম জনমই প্রচেষ্টা তোর আমারে করিতে জয়
আমার বুকের কষ্টের বোঝা, হয় কি তোর অনুমান ?
মুখোশ মেঘের আড়ালে আড়ালে মাপি তোর পরিমান।


সৃষ্টির সেরা মানবের বুকে আঁকে কত সুখ সন্তাপ
দেখো, একলা বোধের সূর্য ঝরায় আগুনের উত্তাপ
ভাবিস কি তুই ? পাণ্ডুর দেহের রমণীয় অনুভব
হায় ক্ষুধার পৃথিবী! আমার কি আর দারিদ্র সম্ভব ?


আমি দারিদ্র  দারিদ্র  তুই তোর আকাশের সাধ
যতই কাতর মিনতি করি জনমই যে বরবাদ
সৃষ্টির সেরা মানব জগতই সেরা সকলের সেরা
দেখিতে চাই না সেই মানবের পরাজিত হয়ে ফেরা।
*****************************
টুঙ্গিপাড়া,