রাত বাড়লেই কষ্টরা ফিরে আসে
কষ্টের নদী আর কত পার হই
আর কত দিন কুয়াশার ফুলবাসে
আঁখিতে আঁখিতে নোনাজল থই থই।


রাত বাড়লেই আধপেটা এই ঘরে
অসুখের হাটে কিলবিল করে শোক
কেউতো আসেনি মুঠো মুঠো সুখ ভরে
অনাবিল হাসি আজ থেকে তোর হোক।


যত রাত বাড়ে নষ্টেরা দল বেধে
কামুক ফোয়ারা ছুটিয়ে অপরাজিতা
কেউতো আসেনি দু'গালের ভাত রেঁধে
তৃষ্ণার দেহে পুড়িয়ে বহ্নি চিতা।


জীবনের যত ঝড় বয়ে যায় ঝড়ে
ক'জনাই তার খোঁজ রাখে ঠিকঠাক
ক'জনার সেই যন্ত্রনা মনে পড়ে
সুখ দিনে যার জীবনটা চিকচাক!


ভোর হয় হয় রাতের আঁধার শেষে
আকাশের বুকে নিভে যায় শত তারা
ভানুর আগুনে পুড়ে পুড়ে নিঃশেষে
একা একা ভাবি সুখ বুঝি দেবে ধরা।


বসন্ত দিন এলো বুঝি মন পারে
আঁধার ঘুচিয়ে এলো বুঝি মুঠো প্রেম
দেখা হয়ে যাবে  মুগ্ধ  জীবনটারে
পেছনে ফেলিয়া সকল মুক্তো-হেম।
***********************
টুঙ্গিপাড়া,১৪/০৯/২০২০