যখন বলেছিল কষ্ট তার
বললো তখন, যদি পাই দুঃখের নদী একখান
শ্রাবণ চোখে ভেসে যাবো সুজনের ঘাট
শোনাবো সঙ্গীত বেদনার।
তর তর করে বয়ে যাওয়া সময়ের ঝড়ে
অচিন পথে হারাবো একটিবার, উদাসীন বনের ফুলে এঁকে যাবো মাকড়ের বুনন আগামীর।


তারপর কলতলের জলের স্বপ্নে নুয়ে পড়া সন্ধ্যার মতো একগাদা অভিমান কাঁধে নিয়ে
পাড়ার দোকানে চা খেতে খেতে কী সুর বাজলো গহীনে, সে খবর জানা হলে না আর......


অথচ শ্রেনীকক্ষের সেনাশাসনেরর পাঠ চুকিয়ে
সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাল যে যুবক
কালো বাতাসে যে কিনা ছুঁড়েছিল বিষের গন্ধ
তার মোহে ফিরে এলো সুনীল আকাশ
তার  ঘ্রাণে ফিরে এলো পাড়ার মৌমাছি


সভ্যতার মুখে থু থু ছিটালো চক্রবত, তবু তার
রূপের ছটায় ফুলও ম্রিয়মাণ  
হঠাৎ লাভের প্রাচুর্য  উচ্ছ্বাস, নাচলো সবাই ;
কেননা, আজ সে মস্তবড় দেশপ্রেমিক।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,