শুনেছি দেউলে হয় ব্যাংক বীমা ব্যবসা প্রতিষ্ঠান দেশ আর দেশের মানুষ
কোন দেশের কবিও যে দেউলে হয়
ভুলে যায় কবিতার ব্যঞ্জন,
অতঃপর নেশাড়ুর মতো বকে যায় প্রলাপ প্রবচন
শুনিনি কখনো, ভাবতেও পারিনি কোনদিন দেখাতো অনেক দূর
অথচ কবিও দেউলে হয় আজ !


প্রবল রৌদ্রদিনে অথবা শীতে পাহাড়ও দেউলে হয় জানি, ক্ষীণ হতে ক্ষীণতর হয় ঝরনাধারা
মেঘের ঘণঘটা হলে রোদ, রাত হলে দিন
প্রেমে কি দেউলে হয় প্রেমিকা অথবা প্রেমিক?


কবি তো কেবল বোনে কবিতার জাল প্রেমে অপ্রেমে
পাহাড় নদী সমুদ্র সমতলে দিবা কিংবা রাত্রির সঘন অন্ধকারে
তারপরও কবি যদি হারায় ছন্দ শব্দ বাক্য উপমা, নিজেকে দেউলিয়া করে ঘর বাঁধে আষাঢ়ের কাঁধে
টপকাবো কী করে তাহলে প্রেমের সময়?