লিখেছে কবি মনের কবিতা প্রিয় বৃষ্টি কদম ফুলে
ভরা জোয়ারের জীবন বেলায় কবিতায় নেন তুলে
আমিতো দেখি রোজ চেয়ে দেখি আকাশ কতটা নীল
আকাশের কোণে ওই দেখা যায় কোন বিষাদের তিল


না আষাঢ় না শ্রাবণ এই ভাদ্রেও বৃষ্টির দেখা নাই
কোন সে পাহাড়ে লুকিয়েছে মেঘ কোথায় যে তারে পাই
কবির কবিতায় এসেছে বৃষ্টি, বৃষ্টিই আসুক জোরে
ধানে আর গানে রাঙিয়ে উঠুক ফসলের মাঠ ভরে।