বলতে কি চাও ডাক এলো অবেলায়
আমাদের দিন শেষ হয়ে গেছে ঠিক
কোনদিন খেলা খেলবো না ছলনায়
উড়াবো না ঘুড়ি জীবনের দিক্বিদিক ।


চারুকলা মাঠ নকশার পাঠ  ভুলে
নদী আর নারী, নারী আর নদী ফুলে
দিশাহারা হই বেদনার প্রেমকুলে
নিয়তির বেড়া পার হবো বাঁধ খুলে
ক্ষণ গণনার কপচানো স্মৃতিসনে
এমনি সন্ধ্যার ভুবন মোহিনী ক্ষণে
বাজিল নিখিলে বিদগ্ধ  রাগিণী সুর
তোমার আমার ভালোবাসা সুমধুর।


কাঁচায় মিঠায় দিন হয়ে গেছে গত
বাকী কিছু আছে ? আঁধারের কাছাকাছি
তুমি আর আমি ঠায় দাঁড়িয়েই আছি
নিয়তির কাছে থাকি  দু'জনে উদ্ধত।