সময়ের অপথে পেছন ফিরে ডাকে না সময়
সময়ের কাছে কেবল সময়ের বদনাম
জলের কাছে নদীর
দলের কাছে দলের
ফলের কাছে ফুলের বদনাম
কোথায় দাঁড়াবে দুঃখের শ্রমজীবী ?


ফুটপাত, স্টেশন কিংবা গাঁও গেরাম
সবখানেই শিল্পের হাত
সবখানেই দৃশ্যের দক্ষিণ হাওয়া
তবু কেন না পাওয়ার দীর্ঘশ্বাস?
তবু কেন দুঃখের সারি সারি ঘর?
ফুল ফুটলেও ফলের নিশানা নেই
নাম জানলেও বাড়ছে দুর্নাম
দেখলাম,
ঘরে ঘরে অল্প হলেও সুখ, অত্যন্ত মুখরা
অথচ দুঃখের দোকানে কোন কনসিডার নেই
নেই ডিসকাউন্ট।
_______________________