দূর হয়ে গেছে তিলোত্তমা নগর এখন
দূর হয়ে গেছে গড়ে তোলা স্বপ্নের টাকার পাহাড়
নতুন নতুন দেহ সুডৌল যৌবনজোড়া জগত তোমার
কেবল তৃষ্ণার চোখে সাঁতার কেটে পাড়ি দিয়ে যায়
নক্ষত্রহীন নির্জন অন্ধকার আকাশ।


ছায়াহীন আলোর পেছনে হাঁটার ইচ্ছে ভুলে শূন্য হয়ে পড়ে জংশন, লঞ্চঘাট, বাস স্টেশন, হাট-বাজার কিংবা কয়েদ খানা। অফিসের ঘর, আদালত, কর্মের পাড়া, শিক্ষালয়, খাঁ খাঁ  বিরানভূমি


কতশত বছরব্যাপী পথ জানা নাই তার
আলপিনের মতো খুঁড়ে যায় করতল, বিলাসী উন্মনা শাড়ির আঁচলে ঢাকা লজ্জার মতো
নগর গ্রাম আর নারী পুরুষের খোঁজে না তফাৎ
জীবন ঋতুর কাছে সদ্য যৌবনা আন্দোলিত পৃথিবীতেও শ্মশান আর কবরের নীরবতা ।

অতঃপরও বোধ হয় না বলেই ফিরে চলা অসীমের বাড়ি, করনীয় নাই তারপর  আর ?


ঘুরাও না দিক চিহ্নহীন আয়ুষ্মান চোখ চতুর্দিক  
উড়াও না দীপ্ত পতাকা তোমার
ভালগার অতলান্ত সময়ের মুহূর্ত খানেক
প্রকৃতির মতো দোলাও ভূলোক
হয়তবা সত্যিই বাকী নেই খুব বেশীক্ষণ
বইবে অনুকুুল পূবের বাতাস, জ্বলবেই মঙ্গলালোক।
---------------------------------------------
২৫/০৩/২০২১