মন এক নদী।
ভেতরের নদীতে নাই জল নাই কূল
তারে নিয়ে কবিতা লিখি
তারে নিয়ে প্রতিদিন প্রেম প্রেম ভালোবাসা শিখি
ওরে নদী, জল নেই তবু তুই নদী
তোর মাঝে ডুবাই দহনের শেষ অবধি।
যে দহনে জ্বলে নর যে দহনে নারী
এই সৃষ্টির চরম খেলায় তুমি আমি যতটুক পারি!


তাপের ভেতরে তাপ শুধু যাওয়া আশা
দেহের ভেতরে দেহ আনন্দ আর সৃষ্টির প্রত্যাশা
তারপর ঔষধি
আহা আরেকজনম ফিরে পাইতাম যদি!
ওরে নদী, জল নেই তবু তুই নদী।


অঙ্কুরিত বীজ তাকাই সেদিক
সে বাড়ে আমি বুড়ো হই--
একই হাঁড়ির খাবার একই রান্না সবার
ওরে নদী, তুইও শুকাস আমিও শুকাই।


তারপরও নদী থাকে নদীর মতন---থাকে হায়!
চিরকাল নদী জলে ডুবের কথন।