ছিল সমৃদ্ধি।  
সংসারের সকল মানুষ
একদিন একটানে ছিঁড়ে গেলো সব
ক্ষুধার্ত শিশুর কান্নায় ভারী হলো দিগন্ত চারদিক
কে ছিল বেঁচে কার প্রস্থান হয়ে গেলো স্থায়ী
জানবার সু্যোগটা পেলাম কোথায়
সারারাত্রি ধরে
শুকনো খস খসে দেহটা টানতে টানতে টানতে ইছামতী কূলে এসে থেমে গেলো পা। ওটা আমার নয়
ওখানেই আমি পরদেশী শৈবাল, তবু অস্থায়ী।


ভিন্ন স্বপ্ন কার না থাকে? আমাদেরও ছিল।
রক্তের নদী বইয়ে নয়, আনন্দে, ভালোবেসে আলিঙ্গনে উড়াতে চাইলাম সবুজ পতাকা, ধর্ম বর্ণ নয় মানবতায়,শৃঙ্খলে নয়, মায়ার বন্ধনে।


অথচ সব ভালোবাসা বেমালুম ভুলে গিয়ে,চাপানো ট্রিগারে রক্তের বন্যা বইয়ে মিশে গেলো বঙ্গোপসাগরে।  ঘুমন্ত বুকের আগুনের তাপে কেউ পরবাসী কেউ মায়ার পাহাড়, কেউবা বারুদে পুড়ে হল ছারখার।


অদম্য সাহসী
দাম দিয়ে কিনে আনি বাংলা।
দামে কিনি প্রেম, প্রিয়তমা, সোনালী সকাল।


হারাতে চাইনা আমি চরম মূল্যে কেনা রোদের দুপুর
আমার গানের সুর, আমার সুখের পুর।


বুকের রক্ত নিয়ে  খেলি তাই বাঁচবার খেলা।
************************
টুঙ্গিপাড়া,