প্রতিভা,এইতো ভালোই ছিলে
কি দারুণ উচ্ছাসে যৌবন মোহরসে
হেলেদুলে পৃথিবীর পর
শিরায় শিরায় চলে পারদের ওঠানামা
চরম পুলকে নামে স্বর্গের জ্বর।


এখন আবার কেন
নিঃশ্বাসে বিষ তুমি ঢালো ?
তাবৎ পৃথিবীর যন্ত্রনাগুলি
পুড়িয়ে পুড়িয়ে একা একা জ্বালাচ্ছ কিসের আলো?
হিংসার ধ্বজা ধরে  ভালোবাসা দূর করে
সত্যিই কি তুমি আছো ভালো ?


এ তোমার চরম সময়
মূলের ঠিকানা লিখে তাকাও সামনের দিকে
আসুক বিদ্যুৎ বেগে যত বরাভয়
একসাথে হাতে হাতে এগিয়ে চলো দিনরাতে
তাহলেই হতে হবে দুঃখদের
নিশ্চিত পরাজয়।
******************************
রচনা ৩০/১২/১৯৯৪
সোনাডাঙ্গা,  খুলনা