একটু সময় হোক
তারপর জানাবো দুঃখ ; যদি,
শেষ রাতের ট্রেনে করে চামেলিদের বাড়ি দেখা যায়
দেখা যায় গায়ের হালট, তৃষ্ণায় পেরিয়ে নদী
যদি দেখা পাই ফাগুন সময়
কোন অভাব থাকবেনা আর, বায়ু টেনে কাটাবো সময়।


কতকাল চলে যায় অধরা সুখ বিছানায় কাঁদে
আঁধার কেটে আসেনা ভোরের একফালি চাঁদ
খবর আসেনা দিকভ্রান্ত কোনো পথিকের হাতে
তুমুল আঁধার এসে ভেজায় দু'চোখ।


আর কত ?  কত আর বহাবে দুঃখের নদী
করাতকলে চিরে যাচ্ছো সীমাহীন
কত ফাগুন এলো গেলো শুনি
চামেলি আসেনা ফিরে। ফাগুনের দেখা হয় নাই আর
কোন পথে তাকাবো সারাটা শর্বরী
আঁধার কেটে আলোর ফুলকি যদি ফোটে  !!


জানি ফুল ফুটবে ভোরের বাতাসে
পাখির গুঞ্জনে,কলতানে
এ জীবনে পাবো কিনা দেখা,জানার আগ্রহ বাড়ে খুব।


যদি দেখা পাই সে ফাগুন সময়
কোন অভাব থাকবে না আর, বায়ু টেনে কাটাবো সময়।
******-**************
টুঙ্গিপাড়া,