প্রতিভা, শুনেছি সারাক্ষণ
তোমার হৃদয়ে ক্লান্তি ভর করে আছে
আশৈশব বেদনার এখন খুব বাড়াবাড়ি
তোমার চোখের নীচে গোটাকয়েক
কালশিরে দাগ পড়ে গ্যাছে
হতাশার খুব বেশী মাতামাতি
সমুদ্রের ঢেউ খেলে যন্ত্রের মতো
যন্ত্রনা তাই বিলম্বিত সময়ের কাঁটায়
একটন ভারী হয়ে মাথা ধরে আছে
শুনে বড় দুঃখ হয়।


প্রতিভারা কবিতায়, দেয়ালে দেয়ালে
স্তুপে স্তুপে কত হাসতে হাসতে গড়াগড়ি যায়
অথচ আমারই মননে প্রতিভা
বার বার খাবি খায়, যন্ত্রনায়
দূর্মর ভালোবাসায়, পাথর ভাঙ্গার শব্দ হয়
হৃদয়ে হৃদয়।


ভেবোনা প্রতিভা,
তোমার ব্যথার রাশ
তোমার আমার ক্ষয়িষ্ণু অতল নাভিশ্বাস
তুলে নেবো একদিন একটি চুমোয়।
****************************