প্রতি বছরই দিনটা আসে
ঘুরে ফিরে আসবেও অনন্তকাল ব্যাপী
কারো সুখে কারোর জীবনে অনন্ত দুঃখে, কষ্টে।


ঈশ্বর এই পৃথিবীতে যে মানুষটাকেই সৃষ্টি করেছেন
সারাজীবনে হলেও তার একবার হাসতে ইচ্ছে করে
একবার মনের ভেতরে আনন্দ আসুক
এটা তার কাম্য হতে পারে
অন্তত কোন উৎসবের দিনে।


অথচ, দুঃখরাত কাটতেই চায় না, যেন সিদরাতুল মুনতাহায় গিয়ে রাত আটকে যায়
মেরাজের রাত্রির মতো সাতাশ বছর পর সূর্য ওঠে
এমন দুঃখী মানুষের অভাব হয়না কোনো।


ভাত ঘুমে পার হয়না গহীন অন্ধকার
দূরে ডেকে যায় ডাহুক পাখি অনবরত নতুন স্বপ্নে
রাতের গভীরতা ছড়াতে ছড়াতে
সত্যি সত্যিই আলোর ভোর আসতে শুরু করে
ততক্ষণে পার হয়ে  যায় শেষের রেলগাড়ি
হাসতে পারার দিনটি সত্যিই হাসতে পারেনা আর-