দূরের আকাশে ঝুলে থাকা একা একা আধখানা চাঁদ
হাতছানি দেয়
এই কৃষ্ণপক্ষ রাতে মায়াবী আলোর নীচে এক হই বেদনাকে বলি দূরে যাও, কষ্টকে বলি হট যাও
লাবন্য লতার মত নামুক চোখে একবুক স্নেহ।
দ্যাখো এই তৃষ্ণার রাত জেগে একা একা বুনে গেছি স্বপ্নের বীজ
এসো, মেলে দাও কস্তূরী  ঘ্রাণে ভরা অনাবাদী দেহ, বাতাসে সাজানো চুম্বন।
এসো ছুঁয়ে দেই আয়নার মতো চকচকে চিবুক তোমার,
আনমনা ঠোঁটের কিনারে দেই ভালোবাসা সুখ অপরূপ।


হায় চাঁদ !
ঝুলে থাকা অগুনতি প্রহর তোমার, কাল মহাকাল।
যুগ যুগান্তরেও কবিগন লেখে কবিতা তবুও ফুরাওনি জানি
এই শ্যামল নধর দেহে সুখ, দুঃখ, পরমায়ু গুনে ভরে রাখা।
আর কত পেরোবো সময় জানিনা তো আর কত
স্বপ্ন নিয়ে থাকা!