ন' হাতি খেপলা জালে মাছের বদলে মন
ভরে উঠছে ব্যর্থতার থলে
এই মরা কার্তিকের কালে নদীনালা উপচে পড়ছে
কোন দুর্বৃত্তের হিংসার জলে ?
জানি আমি জানি
ওরা মানুষ নয়, মৈত্রীর বন্ধনের নামে খুবলে খায় বাংলার বুক, ছলে বলে কৌশলে।


চিরদিন দুইপক্ষ মানুষ, কেউ অখণ্ড, কেউ খণ্ডিত অংশে খোঁজে হিন্দু মুসলমান
আবার অদ্ভুত দুই মানচিত্রে একদেশ, ধর্মই পুঁজি যার
সেই বিভেদে মহাবানিজ্য রায়ট সন্ত্রাস মৃত্যুর বিভীষিকা সারাক্ষণ


লর্ড মাউন্টব্যাটেনের রোপিত দূরদর্শী দুই চারা
মহীরুহ হয়ে আজ বাংলাকে চোষে
আমার সোনার বাংলা আজন্ম পালিত স্বপ্নের ভূমি কান্নার জলে ভেজে কার দোষে!


ষড়যন্ত্রের যাঁতাকলে খুব বেশী দিন রাখেনি মানুষ
রক্তের সাগর পাড়ি দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা
মুজিবের স্বপ্নের লালিত বাংলায় আজও ধৃষ্টতা এখানেই দুঃখ লাগে অশ্রু ঝরে অবাধ কান্নায়!