এই এতোকালে ভুলেছো কী এই আমারে
নাকি স্মৃতির পাতায় এখনো রয়েছি আমি ?
আজও জোছনায় ছুঁয়ে থাকার গল্পগুলো তাড়া করে
আজও মেঘ এলে রোদ্দুর খুঁজে চলে মন
নদীর কাছে জলের ভিক্ষা অবিরাম
তোমারও কী তাই হয়?
জানি আমি ঠিক
ভুলতে গিয়েও এই আমাকে
হৃদয়ের আসনে রেখেছো এটা আমি নিশ্চিত।


এই এতোকাল ধরে ওই সেই মাঠের ওপারে
ব্যস্ত সাইকেলে কারো চলে যাওয়া কি চোখে পড়ে?
কোন এক শীতভোরে কুয়াশার আবছায়া আঁধারে
যাকে জড়িয়েছিলে হৃদয়ের গভীরে
দিয়েছিলে প্রণয়ের পত্র একখানা
যার হাতে পরিয়েছিলে সুবোধ লেনদেন
তাকে ভুলে সুখের গভীরে থাকা যায় কেমন করে?
মনে হয় দাঁড়িয়ে থাকি হাজার বছর ধরে
                                        অপেক্ষার কালগুনে।


এই এতোকালে ভুলেছো কী এই আমারে?