প্রতিভা, এবারও পারলাম না তোমাকে দিতে একটা কবিতার বই,  না কোনো নতুন কবিতা
ভরা যৌবনের মতো বইপাড়ায় উড়ছে কবিতা
আগুন ঝরা লেখায় সোহরাওয়ার্দী উদ্যানের
উদ্দাম বই মেলায় চলছে আড্ডা, কেনাকাটা
কবিদের অটোগ্রাফ দেয়া নেয়া সেলফির নাভিশ্বাস


আমার ফাগুন বনে ফুটলো না ফুল,
আঁধার রাত্রি ভরা জীবনের কাছে তোমাকে রেখে
ক্ষীণ নদীর মতো বয়ে যেতে হয়
পাতা ঝরা আধো কুহেলিকায়
এই ফাগুনে ফুলের সৌরভে ফোটে কত কবিতার ফুল
কি সব ছাই ভষ্ম লিখি আমি!
যে লেখায় নজর পড়েনা কারো
আকর্ষিত হয় না আমার কবিতার দিক--