বছর কাটিয়েছি পঞ্চাশ
আপাদমস্তক ভালোবেসে যারে
হাতের ভেতরে রেখে হাত
দেহের ভেতরে দেহ
ছিলাম তার কাছে গচ্ছিত আমি
দিলাম তাকে বদলের ভার...........


ক্ষুধার নিঃশ্বাসে ছড়ায় বাতাসে বিষ
আগুনের আঁচে পুড়ছে বাজার
পুড়ছে আগামী
অথচ
ক্যাসিনোয় ঘোরে নারীর শরীর
নেশায় স্বদেশ
দু' হাতে তসরুপ সুখ।


কেন এতো বেমালুম ভুলে
এতোটা স্বার্থপর হলে অবশেষে ?


এই বছর পঞ্চাশে ভুলে গেলে ?
তোমাকে মুক্ত হতে হে মাতৃভূমি
তিরিশ লক্ষ ঝরা ফুল
এখনো কাঁদে !!
*****************************
টুঙ্গিপাড়া,২৪/০৯/২০২০