ধুলোর আস্তরণে ঢেকে গেছে আগামীর পথ
বাতাসে মলিন ঠিকানা আমার
চোখ খুলে কী দেখবো কাল প্রাতে
দুঃখ কষ্ট শোক হয়ত বা সরাতে হবে দুই হাতে।


সুকুমার মন থেকে উড়ে গেছে সুখী কোলাহল
লোহু নয়, সমরাস্ত্র নয়
তার থেকে আরো শক্ত পাথরের ঘায়ে
নাজেহাল অগুনতি প্রাণ, হেঁটে যাই তবু নিষ্ঠার পায়ে।


জানি,
থেমে যাবে তাণ্ডব বাহু, মনুষ্য ছড়ানো বিষফল
হারাবো চেনাজানা শত প্রিয়জন,
হয়তবা আমিও যাবো চলে না ফেরা দেশ
হতে পারে এটাই স্রষ্টার এক অমোঘ নির্দেশ।


দাঁড়াতে চাই ধুলোহীন নির্মল পৃথিবীর পর
সমস্ত দুর্গতি হঠাতে আবার
ইতিহাস হবো তারপর...........
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,১৯/০১/২০২১