শুধু কালো জল, চোখের কাজল, নদী মধুমতি
ধীরে যায় বয়ে, সব ব্যথা সয়ে, ত্রিকাল অবধি।
সে নদীর ধারে, দেখেছি যে তারে, খুব চেনা সুরে
গাইছে সে গান,  ছুটছে তুফান, মন অন্তঃপুরে
খুলে রাফখাতা, লিখি পাতা পাতা, কোন একদিন
ভালো যদি বাসে, বাহুডোরে আসে,কাটাবো সুদিন।
ফুল পাখি আঁকি, আশা ভরে রাখি, হৃদয়ের কোণে
ইজেলের পাশ, স্বপ্নদের বাস,  জানে সেই জনে।
আহা! ভুলে যাই, সেইদিন নাই, গেছে চাঁদ ডুবে
জোছনার হাট, দিয়েছে কপাট, নাই উৎসবে!
শুধু জেগে স্মৃতি, গেয়ে যায় গীতি, মন নদী তীরে
তার সাথে কথা, হোক যথাতথা, জল চোখে ধীরে।
বেঁচে থাক সুখে,আমি থাকি দুঃখে,তাতে ক্ষতি নাই
জীবনের শেষে, সাতঘাটে এসে,  এই বলে যাই।