আহা! স্বপ্নকে বুকে রেখে
জীবনের কাছে, সময়ের কাছে হারতে হারতে
দু'চোখ করেছি নদী
আর নদীকে জিজ্ঞেস করেছি বারবার
নদীও সে প্রশ্নের দেয়নি সঠিক উত্তর
দুইপারে তার চলছে নিত্য ভাঙ্গা আর গড়া
তবুও পেতেছে নদী দিগন্ত জোড়া প্রেমের সংসার।


হায় নদী! দহন জ্বালায় এতো জল বুকে তোর
তবুও মেটেনা তৃষা-
জেনেও রাখিস তুই, দুঃখের পরতে আছে আঁকা
ভালোবাসা আর আগামীর দিশা।


জল আর দুঃখের নদী
থাকিস বন্ধু হয়ে একে অন্যে, চিরকাল নিরবধি!