এখনো কবিতা মনকে দোলায়, এখনো দেশকে জাগায়
এখনো কবিরা খাতার পাতায়  আশ্চর্য উপমা লাগায়
এখনো নতুন কবিতা লেখায়, চলে শব্দকে নিয়ে খেলা
এখনো প্রকৃতির চমক লাগে, ঠিক কবিতায় সারাবেলা।


এখনো বাজারে বেশ্যা নামে, এখনো খদ্দের হাঁপায়
এখনো ভণ্ড অপকর্মটি করে, সততার মাঠ কাঁপায়
এখনো বিধবা রতিক্রিয়া করে, সে ছেলের বয়েসি ছেলে
এখনো অবুঝ ছেলেমেয়েগুলি,নষ্ট হয় নষ্টের দলে গেলে


এখনো রাতের সুখপাখি সব, হাঁটছে আঁধারের হাঁটা
এখনো বেনে ব্যবসাই বোঝে, ভাবে ভাগ্যের চাকা ফাটা
এখনো চলে রাজনীতি মাঠে, চরম তর্কের পরে তর্ক
এখনো তাদের গোপনে গোপনে, অদ্ভুত প্রেমের সম্পর্ক।


এখনো বিদেশে পাচার করে, শ্রমে রক্তজলে মেশা টাকা  
এখনো আকাশে বৈশাখী মেঘ, গরীবের কপালে আঁকা।


এখনো কবি কবিতা বোনে, মনের সত্য স্বপন জুড়ে
এখনো ভাবে সমৃদ্ধি আনবে, স্বদেশের মাটি খুঁড়ে
এখনো জাগে দিবস রজনী, সাজায় শব্দের পর শব্দ
এখনো ভাবে কবিতাই জ্ঞান, কবিতাই প্রতিষ্ঠিত লব্ধ।
______________________________________________
টুঙ্গিপাড়া,