এখনো ছুঁয়ে থাকি স্বপ্ন সিথান
চাঁদের হলুদ রোদ
ছুঁয়ে থাকি রোজ বেদনার ফুল
প্রেমের একটি বোধ
এখনো প্রেমে ডুব দিয়ে যাই- তো
ভেবে ভেবে হই সারা
সুরভি রাতের আগুনের আঁচে
পালাবে কি বেদনারা?
এখনো জরিন ফিতায় জড়িয়ে
মেঘ কেশে দেহ মেলে
থাকে কিনা সেই প্রেমের পিয়াসী
দূর দেশে গেলে চলে?
ফাগুনের রাতে বাতায়ন পাশে
এখনো পড়ছে চোখ
এসে যদি কেউ বলে ফেলে, এসো
আমিই তোমার লোক
কবো না তারে, বসে থাকি আজও
সবটুকু ভুলে শোক
ফিরে যদি আসে, বলে দেবো তারে
এসো হোক, এসো হোক।