রাতের আঁধার খুলে স্বচ্ছ পৃথিবী দেখবো বলে
এখনো দাঁড়াই মধুমতী কূলে
সাঁই সাঁই করে শ্রবণেন্দ্রিয় ভেদ করে কী উড়ে যায় ?
দূরে চাপকলের শব্দটাও স্পষ্ট শোনা যায়
মনের মোহন তারায় নেভে আর জ্বলে অশরীরী আলো ওখানে কে আছে?  কী আছে জানতে চাই


যদিও জানি
ওখানে অভাব, ওখানে দুঃখ আবার দুরন্ত অভিলাষ
ওখানে কান্না, হতাশ আকাশ আশা নিরাশার চাঁদ
তাই বুঝি কেউ রাতের আঁধারে কলের জলে মিটিয়ে গেলো ক্ষুধা রাজ্যের মোহন অধিকার


তারপর ?
আমি তো চেয়েছি প্রভাতের মতো তোমাদের মুখে ঝলমলে হাসি, নিরাকপড়া সন্ধ্যাকাশে আগামীর ঠোঁট সোনায় মোড়া উজ্জ্বল রঙ, জীবন যুদ্ধ জয় শেষে
এক ঝাঁক পায়রা আনন্দে উড়ে যাক সুনীল আকাশে---
_______________________________________________