আর কত নির্ঘুম কাটাবো দীর্ঘ রাত
কত আর কপালে আছে তোমাদের সম্পাত
নিরন্ন আমি পাবো কিনা বলো মাত্র একমুঠো ভাত !


কতদিন দুঃখকে আর তাড়াবো অভুক্ত থেকে
কতদিন আর থাকবো বসে হাড় ভাঙ্গা খাটুনি রেখে
ক্ষুধার তাড়না দ্যাখেনা জাত ও পাত
দাও তুলে দাও নিরন্নের মুখে মাত্র একমুঠো ভাত।।


ধন মান জন কম নেই চারিপাশে
তুমি কেন নও কেবলই কি রাষ্ট্র ফাঁসে
তোমার কি দায় নেই
তোমার কি সায় নেই
গরিবেরা আরো গরীব হউক তোমাদের  ভালোবেসে!
আমরা বুঝিনা ? বুঝি! সবকিছুতেই আছে তোমাদের কালোহাত।।

জানোইতো গরীবেরা কুপোকাত
সারাদিনরাত চেয়ে যায় শুধু, ক্ষুধার অন্ন,
মাত্র একমুঠো ভাত।।


★লকডাউনে শ্রমজীবী প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট স্মরণে ★