১)
আমি আর যাবো না অন্যদুপুর, সন্ধ্যে
কিংবা রাতের অভিসারে
ছোঁব না কোনো গরলে চুবানো হাত
তুমি আর আমি দু'য়ে,থৈ থৈ আঁধার পাড়ি দিয়ে
দেখবো আলোর প্রভাত।


২)
তুমি জানবে ঠিকই জানবে
ছিলাম না অন্ধ আমি, হাতেছোঁয়া ব্রেইল
কখনো করিনি পাঠ
সলজ্জ চোখের ইশারা বুঝিনি তবু
নদীকে বলতাম নদী, দেহকে বলেছি ঘাট।