ওহে বন্ধু! দোহাই তোমার একটা কিছু করো
এই অসুখে এই মড়কে দু' হাত তুলে ধরো
ওপরওয়ালা নীচুতলা সবখানেতে ঘোরো
মরলে কিন্তু একা নয়কো সবকে নিয়ে মরো।;


ভাললাগে না, আর যাবোনা আর ছোঁবো না করে
অন্ধকারে আর কতকাল থাকবো বন্দীঘরে।
নাওনা তুলে দিক দিগন্তে মড়ক এবং মারী
হে দয়াময় আর কতটা সইতে বলো পারি !
ক্ষুধার জ্বালা দেহে আগুন জ্বলছে ধিকি ধিকি
নাই নাই নাই নিত্য খেলায় বাঁচতে হবে কি !


ওহে বন্ধু! এমন দুঃসময়ে একটা কিছু করো
অবাক করা প্রেমিক মনে প্রকৃতি প্রেম ধরো।