এ ধরণীর বুকে বিচরণ করে সাতশত কোটি মানুষ
কেহ প্রেমে সুখী নয়
কেহ পরিপূর্ণ তৃপ্ত নয়। কেহ তো বলেনা তোমায় নিয়ে
মহানন্দে কাটালাম সময়।
কেহ তো বলেনা অনাদিকালের তোমাতে চাওয়া
ভালোবাসা নিশ্চয়
বৃন্তের মাঝে জড়াজড়ি করে একে অপরের দুঃখকে
করতে পেরেছি  পরাজয়।
হাহাকার! শুধুই হাহাকার, এদিকে ওদিকে না পাওয়ার বেদনায়।


কি হলে যুগল আনন্দ পাবে! চাঁদটাকে আনি ধরে
কেহ কি জানোনা ওই আকাশে
অনন্তকাল দুঃখের চাঁদ একা একা কেঁদে মরে।


সূর্যের কাছে তাপিত আলোয় ঝরে পড়ে যত সুখ
আত্নদহন কত যন্ত্রনার! সেই জানে যার শুরু থেকেই
পোড়ার অসুখ।


প্রেম কি শুধু তাপিত কষ্ট! নাকি আশার কুহকি আলো!
কোটি মানুষেরা ছুটে চলে  আর চলে
মায়াভরা প্রানে একে অপরেরে জেনে ভালো।


প্রেম কি শুধু
প্রেম প্রেম খেলা নাকি!
পেয়েও পাইনি,না পাওয়ার বেদনা, হা পিত্যেসি সময়
আর সব প্রেমের স্বপ্নভূক!
নিশ্চয়ই  প্রেমে আছে সব আনন্দ কোলাহল, ব্যথা- বেদনা, আর এক হাঁড়ি ভরা সুখ।