এতোটা বদলে গেলে! বদলে দিলে স্নেহের পসার
ভালোবাসা, শ্রদ্ধা ও বোধ
ছুটে চলো দ্রুত রাজপথ, হাটবাজার, কর্মস্থল, ময়ুর পেখম তুলে স্বপ্নের উড়াল সেতু
কতটা বদলে দিলে স্বপ্নময় স্নিগ্ধ বিকেল!
এতো ব্যস্ত ছিল কেউ আগে ? কুকুরের পায়ের মতন।


এতোটা বদলে গেলে ! কাক স্বরে বাজালে ক্রোধের গলা, কতোটা নিঠুর হলে ফিরে যায় উদ্যত চুম্বন একদা'র। কতটা নিঠুর হলে রক্ত ঝরা শ্রমিকের
কান্না ভরে থাকে দর দালান হেরিটেজে তোমার।
এতো লোভী ছিল কেউ আগে? হায়েনা থেকেও...


এতোটা বদলে গেলে! কতোটা বদল হলে প্রাণের গভীর ক্ষত মুছে যায়, মুছে যেতে পারে ?
এতোটাই ভুলে গেলে! যতোটা ভুল হলে আঁধার রাত্রি খুঁড়ে, আঁধারকে ভুলে থাকা যায়।


বদল সকলেই চায়, জীবনের সময়ে সময়ে যতটা বদল ঘটে যায়।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,