আমার মৃত্যু হলে জানাজায় আসবে অনেক লোক যারাই এসোনা কেন শুনে রাখো একটি কথা
আমি বড্ড ঋণী হয়ে গেলাম
আমি বড় বেশী খাম খেয়ালী ছিলাম
তাই ঋণী হয়েই থাকলাম
সে ঋণ শোধরানোর ক্ষমতা আমার ছিলনা
অনেক অর্থ কড়ি থাকলেও ছিলনা তার সমপরিমান
ছিলনা বিবিধ  উপকরণ
~~
আমি পারিনি শোধরাতে ঋণের বোঝা
অথচ বার বার ঋণী হয়ে যাই
বার বার পরিযায়ী মন নিয়ে ফিরে আসি
কুয়াশার হাটে কিনি অতৃপ্ত অনাহারী চোখ।
~~~
চাঁদকে জিজ্ঞাসা করেও পাইনি উত্তর
আকাশকেও না। ওরাও আমার থেকে দুঃখী,ঋণী
ওরাও পারেনি শোধরাতে ঋণ
যুগ যুগ ধরে ওদেরকে নিয়ে লেখা হয় কবিতা
অমূল্য সেই কবিতার ঋণে ওরা ঋণগ্রস্থ
আমিও আমার প্রতিভার থেকে ধার নিয়েছিলাম একটি কবিতা
শোধরাতে পারলাম না তার ঋণ
শুনে রেখো সকলে, জেনে রেখো।
______________________________________________