অশ্রুনদীর তীর হতে তুলে এনে
একমুঠো ভালোবাসা দিয়ে যথাযথ
কখনো কি সুধিয়েছ প্রিয় ফুল প্রিয় হাতছানি!
কখনো কি পৌষের ভীষণ জ্বরে নিরালা কিশোর হয়ে একবার বলেছিলে ভালোবাসি ? বলেছিলে চলো যাই
মধুমতি চরে হোগলার বনে বনে কাশফুল ছুঁয়ে
বেদনা শুকাতে দেই, একাকার হই, হই কাছাকাছি ?
একটি স্বপ্ন বুনি, রচনা করি ওই ফুল ওই প্রজাপতি!


বলো নাই।
বলো নাই বলে এখনো কি কাতর নই প্রেম বিরহে?
এখনো কি মনের দক্ষিনে আবেগী আবেদন গুমরে কাঁদেনা বারোমাসে ?
ভাসা ভাসা স্মৃতির কুলে জাগেনা দ্বীপের মতো অঘাত সাঁতার! কলার পাতার মতো তৃষার আঁচলে ঢাকা একটি প্রিয়মুখ লজ্জায় নত ! অথবা রাঙা পায় হলদে পরীর বেশে চপল নয়ন!


খবর জানিনা।
খবর জানিনা বলে ফুরিয়ে যায়নি বকুলের ঘ্রাণ
জামরুল তলে হাঁটা শুভ্র আকাশ
ফাগুনের পায়ে চলা চেনা মেঠো পথ
অথবা অভাগার সেই হলুদ বরণ খাম সোনালী চিঠি
অপেক্ষার দীর্ঘপ্রহর।


ভুলিতে পারবোনা তাই স্মৃতি অতীতের
আমাদের চিরচেনা আগামী সকাল।
_________________________
০৯/০১/২০২০