ওই সেই কালের সাক্ষী
ন্যাড়া বটগাছ শরৎবাবুর,এখনো চেয়ে চেয়ে দ্যাখে
বঙ্কিমের নিমগাছ ভৈরবপাড়ে
হিজলের ডালে বসা মাছরাঙা মাছোর খালের কুলে কেয়া পাতা সারি বিনুনি আঁটে
সন্ধ্যার অলীক মেঘ ছায়া ফেলে পলাতক জোছনার কালে, সাদা বক ঠোঁট মেলে একান্ত নিষ্ঠায়।


অমল ধবল কাল যায় আসে
কথিত রূপকে হাঁটে বর্তমান, তাকিয়ে ভবিষ্যৎ
কলকাতা শহরে জীবনানন্দ খুঁজে যায় বনলতা সেন রূপসার ঘোলা জল ধানসিঁড়ি
আমার টুঙ্গিপাড়া বাঘিয়ার কুল মধুমতি নদী।


পাইনি বলে, খুঁজবো না বাতাসের ঘ্রাণ ?
রক্ত পলাশ, শিমুলের তল, শুকনো পাতার ধ্বনি
শিশিরের শব্দের মতন সতর্ক বিড়াল পায়।


অলিন্দ খোলা বলে ভেজাবো না চোখ
গাঁথবো স্মৃতির মালা নিয়তির কবিতায়।
_________________________
টুঙ্গিপাড়া,০১/০২/২০২০