হায় মধুমতি!  
তীর জুড়ে গুনটানা পায়ে হাঁটা পথ আর নেই
নেই সেই বাড়াবাড়ি চর
ভাংগনের সুর সব হারিয়ে দিয়েছে কঠিন পাথর
মিঠে আলু, আখ চাষ এখন আর করেনা দু'পারের চাষী
চরে না তৃণভোজী পশুদের পাল
নেই সেই আমাদের চিরচেনা বৈশাখী ঝড়
নোয়াবালি চাচার সেই ভাঙা খেয়াতরী
কঠিন বাস্তবের পারাপার আজ নিতান্ত সহজ।


রুদ্ররূপের সেই নদী!
কী অসীম তেজ তার!
ম্রিয়মাণ প্রেমের মত কতদিন হয়  
ঘুমিয়ে উপকূলে বুকে নিয়ে অনন্ত জ্বালা;
শুশুকের ঝাক তিনতলা লঞ্চ,কার্গোর হুইসেল
কতকাল দেখেনা, শোনেনা দু'পারের লোক
পিদিমের বাতি জ্বলেনা তাক করা নিশানা নদীর।


রবি ঠাকুরের দুইবিঘে জমির মত
এখন আর চেনেনা অতীত
কী ভীষণ যন্ত্রনায় থাকি,জানো হে মাতৃময় মধুমতি!


বয়ে যায় কাল, বয় জলের ধারা
কখনো সচল কখনো নীরবে
আমারে বইতে দেবে আর কতকাল
আমার জীবনের ধারা, বল না প্রাণের নদী!
_________________________
★গতকাল ছিল ফিরে দেখি বারবার ১ আর আজ ২
এর আগেও একই শিরোনামে আরেকটি লেখা এ আসরে ছিলো। মনের ভেতরে আবেগভরা স্মৃতির পালন এ লেখাগুলো। পাঠ করলেই আমি হারিয়ে যাই আমার অতীতে। দুটি কবিতাই ১৮/০১/২০২০ তে লেখা★