গিয়েছে চলে তাই ফিরিয়ে দেবো
আমাদের ফেরারী সুদিন
এই তো হয়েছিল কথা
দু'জনের নীল চোখের জলে।
সময় গড়ালেও
চলছে সময়ের দোর্দণ্ড বিফলতা
জেনে রেখো,সেই পথ আজও নয় কণ্টকবিহীন।


দু'জনার দু'হাতে কত ছুঁয়েছি নীলের সুখ
ছুঁড়েছি শূণ্যে অবলীলায়
সে নীল মিশে গেছে
গভীর নীল থেকে নীলোত্তীর্ণ রংয়ের ভিতর।


আকাশের নীল নীলিমায়
উড়ে গেছে পরিযায়ী পাখি সারি সারি
পৃথিবীর বুকে তার ছায়া
দু'চোখ মেলে দেখেছি সারাবেলা
পাখিদের সুখ আর সুখের মত
ছুঁয়ে গেছি স্পর্শের গভীরে অবিরত।


সত্যিই তারপর একদিন নিদাঘবেলা
এলো এক কুজ্ঝটিকার পালা
সমাহিত হয়ে গেল জীবনের
সুখ আর সুখের মত সামগ্রী যত
যা ছিল আমাদের একান্ত‌ই ব্যক্তিগত।


গিয়েছে চলে তাই ফিরিয়ে দেবো
আমাদের ফেরারী সুদিন
এই তো হয়েছিল কথা
জেনে রেখো,সেই পথ আজও নয় কণ্টকবিহীন।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,