ভ্রমর করেছে ক্ষত ফুলের হৃদয়
আমার এ হৃদয় জানো কতোটা বাকী?
ফুলও যদি কখনো বুঝতো আমায়
ক্ষত নিয়ে সত্যি কতো যাতনায় থাকি!


ফুল শেষে বৃক্ষতে ফলের সমাহার
কিছু তার ঝরে পড়ে ফুলের মতই
বাকী সব থাকে পড়ে পরের খাবার
এ জগতে তুমি আমি তার কিছু নই।


শুধু এই হৃদয়েতে হাহাকার ভরা
পাওয়া না পাওয়ার কতো হা হুতাশ
কখনো ভাবিনা মন, মন নদী খরা
চিরকাল করে গেলো এই হৃদে বাস


বয়সের ভারে ঝরা ফুলের মতই
যা কিছু করিনা কেন ঝরে তো যাবোই।
___________________