কবে কোনদিন হতে নদীর জলের মতো আমিও মিশে থাকি সুখ দুঃখ বেদনায়
আমিও রাতের মতো গান গাই, মৃত্যুর মতো শুয়ে থাকি অবলীলায়, আমারে মাড়িয়ে চলে হরিৎ বিকেল, তবু জ্বলতে জ্বলতে জ্বলে যাই সমস্ত চিৎকার ব্যতিরেকে।
খুঁড়তে খুঁড়তে খুঁড়ে যাই গভীর বিষণ্ণতা হৃদয়ের
আবার আমারেই প্রস্তুত করি উৎসব আয়োজনে।


দুর দেশ ফেরি করে জামার আস্তিনে খুঁজি রোজ জোছনা চাঁদের, ঘোর তন্দ্রাচ্ছন্নতা কেটে পাগলের মতো মোহময় মেঘহীন আকাশতলে রৌদ্রস্নাত হয়ে হাঁটি আগামীর নীরব হাটে।
নদী তবু বয়ে যায় লুকোচুরি চাঁদ আর জোছনার মতো
আমাকেও বইতে হয় উপেক্ষায়, নিয়তির বাঁধা আর গণ্ডীতে যতো।


বসন্ত ফেরারি হলে পাখিদের সুখ হতে, কচি কিশোলয় হতে ধার লই সবুজ শ্যামল, বাতাবি নেবুর তলে ঘ্রাণে তুলি শাড়ির আঁচল , মুক তবু ভেতরের জোনাকি জ্বলা


সন্ধ্যা ঘনিয়ে আসে
হা ফেরারি সত্য তুমি, কেন রাখতে জানো না আমাকে চিরটাকাল যৌবন রসে, কেন সীমান্ত টেনে দাও অধম কপালে ??
_________________________
১২/০২/২০২১